মিথ্যের কাছে হেরে যাবে কি সত্যের সেনা?
করবে কি সব গ্রাস আবারো সেই হিংস্র হায়না?
মন্ত্রমুগ্ধ আমরা সবাই দেখছি হাতের কারসাজি,
সব হারিয়েও সেই ঘোড়াতেই ধরছি আবারো বাজি॥
ঘোমটা তুলে খেমটা নাচন দেখছি দিয়ে হাততালি,
চোখের সামনেই করছে চোরে ঘামে ভেজা পকেট খালি॥
চোরের মায়ের বড় গলা যুগে যুগে প্রমাণিত,
সেই চোরেতেই দিচ্ছি সপে আমাদেরই বিশ্বাস যত॥
মিথ্যা বলা মহাপাপ সর্বকালেই সর্ব লোকেই বলে,
সত্য হল পরাজিত শেষে এই ঘোর কলিকালে॥
মিথ্যের শুনি জয়ধ্বনি, মিথ্যাবাদীর জয় জয়কার চারিদিকে,
তারাই গড়ছে আজ প্রসাদ সম অট্টালিকা, সততাকে যারা মেরেছে গলাটিপে॥
#নিরো
০৩/০৭/২০১৩ইং
Comments (0)