দূঃখ দেবে বল তুমি কাকে ?
যার মনে দূঃখ থাকে বারমাস,
বিরহের আগুনে পোড়াবে কাকে ?
যার হৃদয়ে আগুন করে বসবাস
কাঁদাতে চাও বল তুমি কাকে ?
যার চোখের অস্রুতে ধুয়ে গেছে স্বপ্ন
তাকে নতুন করে কি কাঁদাবে ?
সেই চোখতো কাঁদতে জানে ॥॥॥

কার আকাশ তুমি মেঘে ঢেকে দেবে ?
যার আকাশে নেই কোন সুখ,
কার বুকে আঘাত করবে তুমি ?
যন্ত্রনা জমা আছে যার কাছে একবুক ॥॥॥

হাড়ানোর ভয় তুমি দেখাবে কাকে ?
যে হৃদয় সব কিছু হাড়িয়ে ফেলেছে,
হাড়ানোর ব্যাথা সেতো সইতে জানে ॥॥॥

কার ঘরের আলো তুমি নিভীয়ে দেবে ?
আঁধার যাকে আঁকড়ে ধরে আছে,
কার সাজানো বাগান তুমি পোড়াবে আগুনে
যার বাগানের ফুল গুলো ঝড়ে গেছে ॥॥॥

#নিরো
০৬/০১/2২০০৬ইং

Comments (0)