১৷ তখন হেমন্তের শেষ প্রায়, শীত দ্বারে আসিয়া কড়া নাড়িতেছে। পদার্থ
বিজ্ঞান বিভাগের এক যুবক রসায়নের এক সুন্দরী রমণীর প্রেমে পড়িয়াছে এবং
প্রস্তাব ও দিয়াছে। রমণী রাজি বলিয়াই মনে হইলো। কারণ, রমণী
প্রত্তুত্যরে মৃদু হাসিয়াছিলো।
*
২৷ শীত আসিতেই প্রেমের উষ্ণতা বাড়িলো। এরই মাঝে রমণী জন্মদিন সন্নিকটে আসিয় পড়িলো। যুবক তাকে কি উপহার দিবে ভাবিয়া ভাবিয়া দিশে হারা। এই শীতে রমণী একখানা চাদর খরিদ করিবে বলিয়া যুবককে জানাইলো। যুবক ভাবিলো তবে জন্মদিনে একখানা দামি চাদর কিনিয়া দিবে।
*
৩৷ যুবক দামি একখানা মার্কেটে যাওয়ার পরে একখানা Hoodie তার খুবই পছন্দ হইয়া গেলো এবং সে তাহা খরিদ করিলো। জন্মদিনে যথারীতি তাহা উপহার হিসেবে রমণীকে দিলো।
*
৪৷ উপহার পাইয়া রমণী খুশি হওয়ার পরিবর্তে রাগিয়া গিয়া তাহাকে অপদার্থ বলিলো এবং সম্পর্কে ভাটা পড়িলো। ইহার এরুপ আচরণের হেতু যুবক আবিষ্কারে ব্যর্থ হইলো।
*
*
*
*
*
*
৫। তার এক বছর পরে যুবক যখন সেই পুরোনো পথে হাটছিলো, দেখলো অনতি দূরেই রসায়নের সেই রমণীটি এক যুবকের সহিত একখানা চাদরের উষ্ণতা ভাগ করিয়া লইয়া হাসি ঠাট্টায় মত্ত হইয়াছে।
আজ এই দৃশ্য দেখিয়া যুবক অবশেষে সেই দিনের অপদার্থ বলার অর্থ বুঝিলো!
#নিরো
০৭/০১/২০১৬ইং
*
২৷ শীত আসিতেই প্রেমের উষ্ণতা বাড়িলো। এরই মাঝে রমণী জন্মদিন সন্নিকটে আসিয় পড়িলো। যুবক তাকে কি উপহার দিবে ভাবিয়া ভাবিয়া দিশে হারা। এই শীতে রমণী একখানা চাদর খরিদ করিবে বলিয়া যুবককে জানাইলো। যুবক ভাবিলো তবে জন্মদিনে একখানা দামি চাদর কিনিয়া দিবে।
*
৩৷ যুবক দামি একখানা মার্কেটে যাওয়ার পরে একখানা Hoodie তার খুবই পছন্দ হইয়া গেলো এবং সে তাহা খরিদ করিলো। জন্মদিনে যথারীতি তাহা উপহার হিসেবে রমণীকে দিলো।
*
৪৷ উপহার পাইয়া রমণী খুশি হওয়ার পরিবর্তে রাগিয়া গিয়া তাহাকে অপদার্থ বলিলো এবং সম্পর্কে ভাটা পড়িলো। ইহার এরুপ আচরণের হেতু যুবক আবিষ্কারে ব্যর্থ হইলো।
*
*
*
*
*
*
৫। তার এক বছর পরে যুবক যখন সেই পুরোনো পথে হাটছিলো, দেখলো অনতি দূরেই রসায়নের সেই রমণীটি এক যুবকের সহিত একখানা চাদরের উষ্ণতা ভাগ করিয়া লইয়া হাসি ঠাট্টায় মত্ত হইয়াছে।
আজ এই দৃশ্য দেখিয়া যুবক অবশেষে সেই দিনের অপদার্থ বলার অর্থ বুঝিলো!
#নিরো
০৭/০১/২০১৬ইং
Comments (0)