"তোমার সাথে
কথা
হয়
না
কত
দিন?
ক্যালেন্ডারের হিসেবে হয়তো হবে কয়েক বছর,
কিন্তু আমার কাছে তা অনন্ত সময়,
কয়েক লক্ষ কোটি বছর দেখিনা তোমায়
আমার এমন মনে হয়।
তোমার ও হয় কি এমন?
বারান্দাতে দাড়াও যখন
উদাস হয় কি মন?
চাঁদনী রাতে ছাদের উপর
দাড়াও কি এখন আর?
ঢেউ তুলে কি তোমার চুলে
মাতাল হাওয়ার?
এখনো কি সেই আগের মতোই
টোল পড়ে হাসলে তোমার গাল?
শাড়ি, চুড়ি পড়ো কি আজো
খোঁপায় মালা আর কপালে টিপ খয়েরি নয়তো লাল?
ঠোঁটে আজো আঁকো কি সেই
হৃদয় ভেদি আলপনা?
চোখের কোণে কাজল টেনে
বাড়াও কি কারো যন্ত্রণা?
সেদিনের কথা কি আজো তোমার মনে আছে?
হাতটা প্রথম ধরেছিলে
আমার বুকে মুখটা গুজে!
এখনো কি গুমড়ে কাঁদো
বালিশ জাপটে ধরে?
ঘুম ভাঙ্গে কি হঠাত্ আজো
মাঝ রাতে নয়তো ভোরে?
আজো আমি একলা ভীষণ
চাঁদের মতন লক্ষ তারার ভীড়ে,
আলোর আশায় দৃষ্টি পুড়ে
ঘর বেধেছি অন্ধকারে...!!!"
#নিরো
১১/০৪/২০১৪ইং
ক্যালেন্ডারের হিসেবে হয়তো হবে কয়েক বছর,
কিন্তু আমার কাছে তা অনন্ত সময়,
কয়েক লক্ষ কোটি বছর দেখিনা তোমায়
আমার এমন মনে হয়।
তোমার ও হয় কি এমন?
বারান্দাতে দাড়াও যখন
উদাস হয় কি মন?
চাঁদনী রাতে ছাদের উপর
দাড়াও কি এখন আর?
ঢেউ তুলে কি তোমার চুলে
মাতাল হাওয়ার?
এখনো কি সেই আগের মতোই
টোল পড়ে হাসলে তোমার গাল?
শাড়ি, চুড়ি পড়ো কি আজো
খোঁপায় মালা আর কপালে টিপ খয়েরি নয়তো লাল?
ঠোঁটে আজো আঁকো কি সেই
হৃদয় ভেদি আলপনা?
চোখের কোণে কাজল টেনে
বাড়াও কি কারো যন্ত্রণা?
সেদিনের কথা কি আজো তোমার মনে আছে?
হাতটা প্রথম ধরেছিলে
আমার বুকে মুখটা গুজে!
এখনো কি গুমড়ে কাঁদো
বালিশ জাপটে ধরে?
ঘুম ভাঙ্গে কি হঠাত্ আজো
মাঝ রাতে নয়তো ভোরে?
আজো আমি একলা ভীষণ
চাঁদের মতন লক্ষ তারার ভীড়ে,
আলোর আশায় দৃষ্টি পুড়ে
ঘর বেধেছি অন্ধকারে...!!!"
#নিরো
১১/০৪/২০১৪ইং
11:23:00 AM |
Category:
bangla kobita,
kobita,
আমি একলা,
তোমার সাথে কথা হয় না,
বাংলা কবিতা,
বিরহের কবিতা
|
0
comments
Comments (0)